Home » জেলার খবর » বেহাল স্বাস্থ্যকেন্দ্র, ডাক্তার আছে , ওষুধ নেই

বেহাল স্বাস্থ্যকেন্দ্র, ডাক্তার আছে , ওষুধ নেই


ময়ূরেশ্বর : ঘটনাটি ১৯২০ সালের, স্থানীয় কুন্ডলা গ্রামের জমিদার মুখোপাধ্যায় পরিবার শুরু করেছিলেন এই স্বাস্থ্য কেন্দ্রের , পরবর্তীকালে বীরভূম জেলা পরিষদের নিয়ন্ত্রণে চলে আসছিল স্বাস্থ্যকেন্দ্রটি । একসময়ে বেশ ভালোই চলতো, সপ্তাহে ৬ দিনই পরিষেবা মিলত, ৬০০ -৭০০ রোগীর আনাগোনাও ছিল।
কিন্তু ২০০১ সাল থেকে এই স্বাস্থ্যকেন্দ্রে বন্ধ হয়ে যায় ওষুধের যোগান। এই রকম স্বাস্থ্যকেন্দ্রে সাধারণত দীন দরিদ্র্যরাই ভীড় করেন, ওষুধের যোগান না থাকাই তাদের এখন কেবল প্রেসক্রিপশন করিয়েই ফিরতে হয়।
দিন দিন ওষুধের যোগান না পেয়ে ভিড় কমেছে স্বাস্থ্যকেন্দ্রে, পরিষেবাও এখন সপ্তাহে মাত্র দুদিন, কম্পাউন্ডার রিটায়ার নেওয়ার পর আর নতুন কোনো কর্মী নিযুক্ত হয়নি।
জেলা পরিষদের থেকে জানানো হয় বর্তমানে এটি আয়ুস দপ্তরের অধীনে। গ্রামবাসীরা একত্রিত ভাবে লিখিত দরখাস্ত দিলে অবশ্যই ওষুধের ব্যবস্থা করা হবে।
তথ্য সহায়তায় : আনন্দবাজার পত্রিকা

Comments