Home » কবিতা ও ছড়া » বা-হাতিদের দুনিয়া

বা-হাতিদের দুনিয়া

—কাবু মণ্ডল
“আন্তর্জাতিক বাম-হাত দিবসে” সকলকেই শুভেচ্ছা জানাই।

দেশ চলছে উন্নয়নের পথে, নরেন্দ্র মোদী কান্ডারী,
বা -হাতি দের কৃত্বিতে গর্ব সবারই।

বা হাতি ব্যাটসম্যান সৌরভ, লারা
প্রত্যেকেই ছিলেন খেলায় সেরার সেরা।

বা হাতি হয়েও অমিতাভ সুপারস্টার,
সিনেমায় অভিনয় করে মন জয় করেছে সবার,

নেট দুনিয়ায় আজও হটকেক সানি লিওন,
বা হাতি হয়েও যৌনতার সেরা বিজ্ঞাপন।

শিল্পপতিদের মধ্যে রতন টাটা অগ্রগণ্য,
বা -হাতি হয়েও কাজে স্বনামধন্য।

ক্ষমতায় ,অর্থে আমেরিকা সেরা,
বারাক ওবামা বা- হাতি জানি আমরা।

লিটল মাস্টার সচিন ক্রিকেটের জাদুগর,
বা হাতি হলেও ব্যাট করেছে ডান হাতের উপর।

সত্য কে শক্তি করে, আনলো দেশে স্বাধীনতা,
মহাত্মা গাঁধী বা -হাতি সেই বীর নেতা।

বা- হাতি দের দুনিয়ায় উজ্জ্বল কত শত নাম
গর্বে বুক ভরে ওঠে, বা -হাতিদের জানাই সেলাম।

Comments