Home » জেলার খবর » লোকপুরে বিস্ফোরনে উড়ে যাওয়া বাড়ির মালিক কে গ্রেফতার করলো পুলিশ

লোকপুরে বিস্ফোরনে উড়ে যাওয়া বাড়ির মালিক কে গ্রেফতার করলো পুলিশ

বীরভূম ২ আগস্টঃ- বীরভূমের লোকপুরে বিস্ফোরনে উড়ে যাওয়া বাড়ির মালিক কে গ্রেফতার করলো পুলিশ। ভিন রাজ্যে পালাতে গিয়ে মঙ্গলবার গভীর রাত্রে পুলিশের জালে ধরা পরে যায় শেখ শামির চাঁদ। গ্রেফতারের পর তাকে বুধবার দুবরাজপুর আদালতে তোলা হলে বিচারক দিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেন। প্রসঙ্গত মঙ্গলবার সকালে লোকপুর থানার ডেমুরটিটা গ্রামের বাসিন্দা শামির চাঁদের একটি বাড়িতে মজুদ থাকা বোমা বিস্ফোরন ঘটে। ফলে তার বাড়িটি সম্পুর্ন ধুলিস্যাত হয়ে যায়। গ্রাম বাসীরা অভিযোগ তোলে দীর্ঘ দিন ধরে ওই বাড়িতে তার এক সাকরেদকে নিয়ে বোমা বেঁধে মজুদ করতো ওখানে। এর পর তারা এলাকার দুক্সৃতিদের সেগুলি বিক্রি করতো। ওই দিন কোন ভাবেই মজুদ বোমা ফেটে বিপত্তি হয়। ঘটনার পর থেকেই অভিযুক্ত গা ঢাকা দেয়। মঙ্গলবার রাত্রে পুলিশ তল্লাশি চালিয়ে মুথাবেরীয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে। অভিযুক্ত ঝাড়খন্ড রাজ্যে পালিয়ে যাওয়ার ছক কষেছিল বলে পুলিশ সুত্রে জানা গিয়েছে। দুবরাজপুর আদালতের সরকারী আইনজীবী মনিলাল দে বলেন, ধৃতকে এদিন আদালতে তোলা হলে পুলিশ ১০ দিনের হেফাজত চায়,তাতে বিচারক অর্ণব রায়চৌধুরী ৬ দিনের পুলিসি হেফাজত মঞ্জুর করেন।
ছবি : লাল্টু মুখার্জী
তথ্যঃ মায়া সালুই
[uam_ad id=”3726″]

Comments