Home » জেলার খবর » মহঃবাজারে উদ্ধার প্রচুর পরিমানে বিস্ফোরক

মহঃবাজারে উদ্ধার প্রচুর পরিমানে বিস্ফোরক

গোপন সূত্রে খবর পেয়ে বিশাল পরিমানে বিস্ফোরক উদ্ধার করলো পুলিশ। ঘটনাটি ঘটেছে বীরভূমের মহম্মদ বাজার থানার তালবাঁধ পাথর শিল্পাঞ্চলে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সুত্রে জানা গিয়েছে ধৃত যুবক হলেন মিঠুন শেখ বাড়ি। রামপুরহাট থানার ডামরার সেনবাঁধা গ্রামে। সে তালবাঁধ পাথর শিল্পাঞ্চলে বেআইনি ভাবে ব্যাপক পরিমাণে বিস্ফোরক মজুদ রেখেছিল। একটি পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার হয়েছে ১৮ হাজার ডিটোনেটর,৮ হাজার জিলোটিন স্টিক এবং ১০০ কেজি অ্যামোনিয়াম নাইট্রেট। এই বিস্ফোরক মুলত পাথর খাদানে পাথর উত্তোলনের কাজে ব্যবহার করা হয়। যদিও পুলিশ জানিয়েছে মিঠুন ওই কারবার বেআইনী ভাবে করতো। ওই পাথর শিল্পাঞ্চল মাওবাদী অধ্যুষিত ঝারখণ্ড সীমান্ত লাগোয়া। বর্তমানে সেই কার্যকলাপ বন্ধ থাকলেও ওই বিস্ফোরক কোনো ভাবে নাশকতার কাজে লাগতো কিনা সেটাও তদন্ত করছে পুলিশ। মহম্মদ বাজার থানার ওসি মাধব মণ্ডল বলেন, পাথর শিল্পাঞ্চলে বিপুল পরিমানে বিস্ফোরক সহ এক জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত করা হচ্ছে।

বিশেষ উল্লেখযোগ্য পাথর শিল্পের জন্য বীরভূমের মহঃবাজার অন্যতম। এই এলাকায় উত্তোলিত পাথর বীরভূম থেকে রাজ্যের বিভিন্ন অঞ্চলে প্রতিনিয়ত পাঠানো হচ্ছে। এই অঞ্চলের পাথর গুনগত দিক থেকে অন্যান্য সমগ্র অঞ্চলের থেকে উৎকৃষ্ট। তাই এই অঞ্চলের পাথরের চাহিদায়ও রয়েছে প্রচুর।

ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ ও তদন্তের পরই জানা যাবে এত বিস্ফোরক মজুদের রহস্য।

তথ্যঃ কৌশিক সালুই

Comments