Home » কবিতা ও ছড়া » ***মরুভূমির গ্রাসে***

***মরুভূমির গ্রাসে***

ছাদের চিলেকোঠা থেকে দেখো জগৎকে,
গ্রাস  করছে না  ইঁট, পাথর, বালির মরুভূমি?

তুমিও ভাবছো বেশ পাল্টে যাচ্ছে তোমার জগৎ।

পাচ্ছো কী নিজেকে হারানোর পথ?

 

মরুভূমি  তৈরী হচ্ছে না তোমার মন?

আছে কী তাতে মমতার জল,?

যাতে তৃষ্ণা মেটাবে আপনজন।

হারাচ্ছি  না গাছ ,গাছালির সবুজ বন?

 

ছেয়ে গেছে মরুভূমির বালি,

হৃদয়ে স্বার্থপরতার কালি,

শোনা যায় ফাঁকা কলসির আওয়াজ খালি,

না কাজ করেও পাচ্ছে সাবাসের তালি।

 

আছে তো বাড়িতে পাসুনি, কোদাল?

বানায় চারপাশে সবুজের আল।

চোরাবালি থাকুক গভীর জলের নীচে,

সাবধানী হয়  প্রতি কাজের পিছে।

 

এই ইমারতের মরুভূমিতে,

গড়ে উঠুক মরুদ্যান,

ছেয়ে যাক সবুজে ভরা আসমান।

 

কাবু মন্ডল

Comments