Home » নিত্য নতুন » দেখুন নখের কামাল

দেখুন নখের কামাল

সিউড়ির এক কেবল সংস্থার কর্মী বিশ্বজিৎ রায়ের নখের কামাল।
এমন পেশার সাথে যুক্ত সব সময় স্ক্রু ড্রাইভার তো লাগেই, কিন্তু বিশ্বজিৎ বাবুর ভোলা মন মাঝে সাঝেই ভুলে যায় সেই স্ক্রু ড্রাইভার আনতে। তাই এমন এক স্ক্রু ড্রাইভার বানিয়ে নিলেন, যা সবসময় থাকবে তার শরীরের অঙ্গ হিসেবে। একবছরের যত্নে তার বাঁ হাতের নখ এখন প্রায় তিন ইঞ্চি লম্বা, যে নখ এখন তার স্ক্রু ড্রাইভার।
ইটিভি বাংলায় সম্প্রচারিত সেই ভিডিও দেখুন।

[uam_ad id=”3726″]

Comments