Home » কবিতা ও ছড়া » নকল দেশপ্রেমিক

নকল দেশপ্রেমিক

নিজস্ব লেখা – কাবু মণ্ডল

duplicate

তোমরা করো কোটি টাকা নিয়ে,
লাগান, ম্যায় হু না, এক থা টাইগার, দেশের আঠারো খানা জওয়ান শহীদ হলো,
সময় পাও নি বুঝি,প্রতিক্রিয়া দেবার?

বিদেশের বিমানবন্দরে বসিয়ে রাখলে,
হয় নাকি দেশের অপমান করা,
তোমরা নাকি বিশ্বে ভারতীয়তার প্রতীক,
মিডিয়ায় মেকি দেশপ্রেমিক সাজ তোমরা।

দেশ নাকি অসহিষ্ণু, বউ বলছে পালাই অন্য দেশ,
সিনেমা করে কামিয়েছি বেশ কিছু টাকা, ফুর্তিতে কাটবে বেশ।

মানুষ মেরেও দিব্যি আছো, বহাল তবিয়ত।
টাকার জোরে পাল্লা ভারী হয়ে যাই,
বিচারকও হয় সহমত।

সিনেমা রিলিজ হওয়ার সময় হলে,
দেশের সচেতন নাগরিক সাজো,
পাকিস্তানের এরূপ বিশ্বাস ঘাতকতায়,
কেন নির্বাক আজও?

জানি, তোমরা অভিনয় করো,
তাইতো হয় ভয়,
সিনেমায় প্লাস্টিকের প্যাকেটের রক্ত ঝরিয়ে,
সবার মন করো জয়।

Comments