Home » জেলার খবর » নিদির্ষ্ট সময়ে, নির্দিষ্ট রাস্তায় টোটো বন্ধের সিদ্ধান্ত

নিদির্ষ্ট সময়ে, নির্দিষ্ট রাস্তায় টোটো বন্ধের সিদ্ধান্ত

শহরকে যানজট মুক্ত করতে টোটো বন্ধের সিদ্ধান্ত জেলা প্রশাসন ও সিউড়ি পুরসভা। একটি নিদির্ষ্ট সময়ে ও কিছু রাস্তায় টোটো চলাচল বন্ধের সিদ্ধান্ত প্রশাসনের । পাশাপাশি শহরের ভিতরের মূল রাস্তাটি সম্প্রসারণের কাজ এক সপ্তাহের মধ্যে শুরু করা হবে জানা গিয়েছে।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে সিউড়ি শহরে প্রতিদিন বেলা ৯ টা থেকে ১১ টা পর্যন্ত মূল রাস্তাগুলোতে টোটো চলাচল বন্ধ থাকবে। শহরের তিলপাড়া থেকে হাটজনবাজার, দুবরাজপুর রোড, চৈতালি মোড় থেকে দত্তপুকুর পর্যন্ত এই রাস্তাতে এই সময়ে টোটো চলাচল করতে পারবে না। শহরের বাইরে থেকে যে সমস্ত টোটো গুলি আসে সেগুলিকে শহরে ঢোকার আগেই আটকে দেওয়া হবে। বাইরের টোটো শহরে প্রবেশ করতে পারবে না বলে জানা গিয়েছে। যেহেতু তিলপাড়ায় বাসস্ট্যান্ড হবে তাই সেখান থেকে হাটজন বাজার পর্যন্ত সাড়ে তিন কিমি রাস্তাটি সম্প্রসারণ করা হবে। এর আগে যানজট মুক্ত করতে এই রাস্তার ফুটপাত থেকে বেআইনি দখলদারি উচ্ছেদ করে দেওয়া হয়েছে। সিউড়ি পুরসভার উপ পুরপ্রধান বিদ্যাসাগর সাও বলেন, অফিস টাইমে টোটো চলাচলের ফলে সকলের নাজেহাল অবস্থা। বিশেষ করে স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা চলাচল করতে খুব সমস্যায় পড়ে। শহরে টোটোর সংখ্যা দিনের পর দিন বেড়ে চলাই এই সমস্যার সৃষ্টি হয়েছে। আমরা সদর মহকুমা শাসকের সঙ্গে বৈঠক করে ওই নিদির্ষ্ট সময়ে নিদির্ষ্ট রাস্তায় টোটো চলাচল বন্ধের সিদ্ধান্ত নিয়েছি। পাশাপাশি শহরের মূল রাস্তাটি সম্প্রসারণের কাজ আগামী সপ্তাহ থেকে করা হবে। শহরকে যানজট মুক্ত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তথ্যঃ – কৌশিক সালুই, ৯ ই জুন, সিউড়ি।
[uam_ad id=”3726″]

Comments