Home » কবিতা ও ছড়া » অবহেলিত

অবহেলিত

অবহেলিত আজও অবহেলিত
আমাদের গ্রাম -“কেন্দুলি”।
যেখানে কবি জয়দেবের জন্ম।
আধুনিক যুগে পা রেখেও
বঞ্চিত আমরা বঞ্চিত
কেন? সরকারী উদাসীনতা
না অন্য কোনো কারন?
এখানে নেই ভালো রাস্তা,
নেই বাসস্ট্যান্ড।
রাতের অন্ধকারে চুপচাপ
আমাদের গ্রাম।
অন্ধকারে ডুবে যায় পথঘাট
নেই কোনো আলো।
জয়দেব মন্দিরের আজও
হয়নি কোনো ভালো।
হাসপাতাল আছে,নেই
ভালো ডাক্তার…
নদী আছে শোনা যায় জলের কলতান
তবু নেই কোনো ব্রিজ।
পযটন কেন্দ্র হিসাবে গড়ে
ওঠেনি এই বিখ্যাত গ্রাম,
তিনদিনের মেলাতে দেখা যায় অনেক নেতা মন্ত্রীদের,
তারা চুপচাপ আসে আর যায়
কেন্দুলি পড়ে থাকে আগের চেহারায়।

বিধান রায়

Comments