Home » জেলার খবর » বিজ্ঞান সচেতনতার জন্য সাইকেল যাত্রা

বিজ্ঞান সচেতনতার জন্য সাইকেল যাত্রা

আজ শনিবার দুবরাজপুর সারদেশবরী মাঠে একটি অনুষ্ঠান করে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ। সেখানে কুসংস্কারবিরোধী কর্মসূচি হাতে কলমে করে দেখান শিক্ষক শুভাশিস গঁড়াইয়ের নেতৃত্বে দুই সদস্য। ট্যাবলো সহযোগে সাইকেল যাত্রা পাঁচড়ার উদ্দেশ্যে রওনা দেয়। পাঁচড়ায় পৌঁছনোর পর দুই
দিনের সাইকেল যাত্রা শেষ হয়। পাঁচড়ার কাছাকাছি অঞ্চলে অজয় নদ ও রেল লাইনের মাঝে একটা ফাঁকা মাঠে পিকনিকের মেজাজে দুপুরের খাওয়া দাওয়া। উপস্থিত ছিলেন দেবাশিস পাল, মায়া দওসাধু, শিক্ষক শুভাশিস গঁড়াই ।
ছবি ও তথ্য অভীক মিত্র

-বিজ্ঞাপন-
[uam_ad id=”3726″]

Comments