Home » জেলার খবর » প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রকল্পের টাকা হুমকি দিয়ে হাতিয়ে নেওয়ার অভিযোগ

প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রকল্পের টাকা হুমকি দিয়ে হাতিয়ে নেওয়ার অভিযোগ

বীরভূম ৪ জুলাইঃ- এক আদিবাসী মহিলার প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রকল্পের টাকা হুমকি দিয়ে হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠলো পঞ্চায়েত সদস্যা ও তার স্বামী এবং তাঁদের সঙ্গীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বীরভূমের সিউড়ি ১ ব্লকের ভুরকুনা গ্রাম পঞ্চায়েতের কামার ডাঙ্গাল গ্রামে। ঘটনায় আদিবাসী পরিবার জেলা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন।
কামার ডাঙ্গাল গ্রামের আদিবাসী মহিলা রুপালী কোঁড়ার নামে প্রধান মন্ত্রী আবাস যোজনা প্রকল্পে বাড়ি নির্মাণের জন্য ১ লক্ষ ২০ হাজার টাকার মধ্যে প্রথম কিস্তির ৪০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিজোগ উঠলো পঞ্চায়েত সদস্যা মর্জিনা বিবি এবং তার স্বামী শেখ গোলজার এবং তাঁদের এক সঙ্গী শেখ নাওসাদ এর বিরুদ্ধে। রুপালী কোঁড়া বলেন, গত ২৮ শে ফেব্রুয়ারী আমার অ্যাকাউন্টে প্রথম কিস্তির ৪০ হাজার টাকা ঢোকে। এর পর ওই টাকা তুলে তাঁদের হাতে দেওয়ার জন্য হুমকি দিতে থাকে পঞ্চায়েত সদস্যা ও তার স্বামী এবং তাঁদের এক সঙ্গী। আমার স্বামী কর্ম সুত্রে সাগর দিঘীতে লেবারের কাজ করে। সেই সুযোগে আমাকে হুমকি দিয়ে ১০ মার্চ ব্যাঙ্কে নিয়ে যায়। আমি টাকা তুলে তাঁদের হাতে দিই। সেই সময় তারা আমার বাড়ি করে দেওয়ার আশ্বাস দিয়েছিল। কিন্তু আমার বাড়ি তারা এখনো তারা তৈরীর কাজ শুরু করেনি। স্বামী বাড়ি ফিরে এলে ঘটনার কথা জানায় এবং বাধ্য হয়ে আমারা প্রশাসনের দ্বারস্থ হয়েছি। সিউড়ি ১ পঞ্চায়েত সমিতির সভাপতি টুম্পা ভান্ডারী বলেন, ঘটনার তদন্ত করা হবে এবং উপভোক্তা যাতে টাকা পায় তার ব্যবস্থা করা হবে।
ছবি ও তথ্যঃ কৌশিক সালুই
[uam_ad id=”3726″]

Comments