Home » জেলার খবর » পথ নিরাপত্তা সচেতনতা সপ্তাহ

পথ নিরাপত্তা সচেতনতা সপ্তাহ

সিউড়ি : আজ সকাল থেকে সিউড়ি এবং জেলা জুড়ে বিভিন্ন অঞ্চলে বীরভূম পুলিশের দ্বারা পালিত হল পথ নিরাপত্তা সপ্তাহ। একটি সুসজ্জিত র‍্যালির মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয় কিছু সতর্কমূলক বার্তা।
ড্রাইভারদের প্রতি নির্দেশাবলী, মোটর সাইকেল চালকদের প্রতি নির্দেশাবলী, পথচারীদের প্রতি নির্দেশাবলী , শিশুদের প্রতি নির্দেশাবলীর সাথে সাথে কাউকে দুর্ঘটনাগ্রস্থ অবস্থায় দেখলে একজন সুনাগরিক হিসাবে আপনার কি করনীয় সে বিষয়েও মানুষকে সচেতন করতে এই শোভাযাত্রার আয়োজন করা হয় বীরভূম পুলিশের তরফ থেকে।।

Comments