Home » জেলার খবর » সিউড়ীতে নেই সুলভ ও ডাস্টবিনের ব্যবস্থা

সিউড়ীতে নেই সুলভ ও ডাস্টবিনের ব্যবস্থা

বীরভূম জেলার সদর শহর হওয়ার সুবাদে প্রতিদিনই বহু মানুষকে বিভিন্ন প্রয়োজনে আসতে হয় সিউড়ী শহরে।কিন্তু টিনবাজার থেকে কোর্ট চত্বর, প্রশাসনিক ভবন থেকে বাসস্ট্যান্ড- সর্বত্রই শৌচাগারের অভাব, কোথাও কোথাও সুলভ শৌচাগারের ব্যবস্থা থাকলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। পুরুষরা যদিও বা যত্রতত্র দাঁড়িয়ে পড়েন প্রকৃতির ডাকে সাড়া দিতে, কিন্তু বিশেষ ভাবে সমস্যায় পড়েন মহিলারা। শুধু বাইরে থেকে আসা মানুষজনই নয়, সিউড়ী শহরের বাসিন্দারাও নিত্য দিন এই সমস্যার শিকার। তাছাড়া সিউড়ী শহরের বিস্তীর্ণ অংশে ডাস্টবিনেরও কোনো ব্যবস্থা নেই। আবর্জনার স্তুপে বন্ধ হয়ে যেতে বসেছে জলনিকাশি নালা গুলিও।।যখন বীরভূম জেলা প্রশাসন ও সিউড়ী পুরসভার উদ্যোগে সিউড়ী শহরকে পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে ইতিমধ্যেই বিভিন্ন পদক্ষেপ গৃহীত হয়েছে, তখন যেখানে সেখানে এইভাবে প্রস্রাব ও আবর্জনার ছবি আমাদের পক্ষে খুব একটা ভালো বিজ্ঞাপন নয়।মানুষের মধ্যে কিছুটা সচেতনতার অভাব থাকলেও সচেতন মানুষের সামনেও কোনো বিকল্প ব্যবস্থা নেই। সিউড়ী শহরের ব্যস্ততম অংশগুলিতে সুলভ শৌচাগার ও ডাস্টবিন গড়ে এই লজ্জা ঢাকা দিক সিউড়ী।

Comments