Home » জেলার খবর » রীতিমত হাস্যকর, পরীক্ষায় টুকলি করতে দিতে হবে এমন দাবি হবু শিক্ষকদের

রীতিমত হাস্যকর, পরীক্ষায় টুকলি করতে দিতে হবে এমন দাবি হবু শিক্ষকদের

রামপুরহাট : এমন হাস্যকর ঘটনা আজ দেখা গেল রামপুরহাটের একটি বেসরকারি প্রাথমিক প্রশিক্ষণ কেন্দ্রে । প্রথম বর্ষের পরীক্ষায় গণ টোকাটুকি করতে দিতে হবে এই দাবিতে কেন্দ্রের শিক্ষকদের সাথে বচসা, শেষমেশ মারধরের মত ঘটনা, তাও আবার যারাই আগামীদিনে শিক্ষক হতে চলেছেন তাদের হাতেই প্রহৃত হলেন বর্তমান শিক্ষকেরা। প্রবল উত্তেজনা ছড়ালে রামপুরহাট থানার পুলিশ ও বিডিও ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতির সামাল দেন।
তথ্যঃ সংবাদ মাধ্যম

Comments