Home » কবিতা ও ছড়া » সিঙ্গুর আন্দোলন

সিঙ্গুর আন্দোলন

—কাবু মণ্ডল
চাষা পেল ফিরে মাটির মালিকানা,
ঘরে ঘরে আনন্দের বহিঃপ্রকাশ,
যে ছেলেগুলো শিখেছিল গাড়ির কাজ,
তারা কী আবার করবে চাষ?

অনিচ্ছুক কৃষক ,চারশো একর ,
শুনছি বহুদিন ধরেই,
জমি অধিগ্রহন অবৈধ আজ,
চাষা ,দিনমজুর যে তিমিরে ছিল,
কী নিশ্চয়তা ,থাকবে না সেই তিমিরেই।

টাটা, তোমার সাধের ন্যানো হয়েছে বাংলা পার,
টাকার জোরে সব হয় না, দেখিয়ে দিল, এই বিচার।

মা, মাটি,মানুষ বলে আজ যারা ,
বসে আছে, বাংলার মসনদে,
চাষার ছেলে কী চাষাই হবে?
এই ভাবনা কী তাদের প্রতি পদে?

নেতার ছেলে, চাকরি করুক,
ম্যানেজার,হয়ে বড়ো শিল্প কারখানায়
দু ‘টাকা কেজি চাল, খেয়ে খেয়ে চাষার
পাই দু বেলা ঘুম, বর্তমান, ভবিষ্যৎ
দারুন ঘুমায়।

রাজ্য জুড়ে গজিয়ে উঠেছে ইঞ্জিনিয়ারিং কলেজ, ব্যাঙের ছাতার মতো,
ডিগ্রি, ডিপ্লোমা করছে ছেলেমেয়েরা, বাংলায় চাকরি পাচ্ছে কতো?

কৃষিও চাই, শিল্পও চাই, আমার বাংলার বুকে,
আগামীর উন্নয়নে হয় সবাই সামিল,
জোটে যেন পর্যাপ্ত শাক, ভাত সবার মুখে।

Comments