Home » জেলার খবর » সম্পত্তি নিয়ে বিবাদ, আক্রান্ত প্রতিবন্ধি শিশু

সম্পত্তি নিয়ে বিবাদ, আক্রান্ত প্রতিবন্ধি শিশু

সম্পত্তি নিয়ে বিবাদের জেরে এক প্রতিবন্ধী শিশুপুত্র
ও তাঁর মাকে মারধরের অভিযোগ উঠলো দুই নিকট আত্মীয়ের বিরুদ্ধে। ঘটনাটি
ঘটেছে শুক্রবার বীরভুমের সিউড়ি থানার বাতাসপুর গ্রামে। ঘটনায় সিউড়ি
থানায় অভিযোগ দায়ের। ঘটনার তদন্তে পুলিশ।  মধুমিতা মন্ডলের দুই কাকা
সঞ্জিত মন্ডল ও রঞ্জিত মন্ডলের বিরুদ্ধে অভিযোগ করেছেন তাঁর ৮ বছর বয়সী
প্রতিবন্ধী  ছেলে কে মারধোর করেছে। এদিন সকালে ওই প্রতিবন্ধী শিশুটি
খেলেতে খেলতে ওই আত্মীয়ের বাড়িতে চলে যায়। সেখানে  যাওয়ার পর তাকে মারধোর
করে। ছেলেকে মারার বিষয়টি জানার পর মা   মধুমিতা তাঁদের বাড়িতে গেলে
তাকেও মারধর করা হয় বলে দাবি। মধুমিতার স্বামী ওড়িশ্যাতে কর্মরত। সে
বাবার বাড়িতেই নিজস্ব বাড়ি করে আছে। বাবার সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদ
চলছে সেই নিয়ে এই ঘটনা বলে জানিয়েছেন  মধুমিতা মন্ডল।

ভিডিও শুভদীপ পাল
তথ্যঃ কৌশিক সালুই

Comments