Home » জেলার খবর » জাতীয় সড়কে দুর্ঘটনায় মোটর বাইক আরোহীর মৃত্যু

জাতীয় সড়কে দুর্ঘটনায় মোটর বাইক আরোহীর মৃত্যু

দুবরাজপুর: আজ দুপুরের দিকে সাতকেন্দুরী মোড়ের কাছে জাতীয় সড়কে লরির ধাক্কায় মারা গেলেন এক মোটর বাইক আরোহী। মৃত ব্যক্তির নাম ফুল মহম্মদ খান ( সঞ্জু), বাড়ি খয়রাশোলের দহল গ্রামে। ঘাতক লরি পলাতক। বাইক আরোহীর মাথায় হেলমেট ছিল না। আঘাত মাথায় লাগার কারনে ঘটনাস্থলেই মারা যান। ঘটনাস্থলে দুবরাজপুর থানার পুলিশ গিয়ে উদ্ধার করে প্রথমে দুবরাজপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়।কৌশিক সালুই বীরভূম ১ জুলাইঃ- পথ দুর্ঘটনায় মৃত্যু হল হেলমেট হীন এক বাইক আরোহীর। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে বীরভূমের রানীগঞ্জ-মোরগ্রাম ৬০ নম্বর জাতীয় সড়কের দুব রাজপুর থানার সাতকেন্দুলী মোড়ে। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গিয়েছে মৃত ব্যাক্তি হলেন ফুল মহম্মদ খান(৩৫) ওরফে সঞ্জু। বাড়ি খরাসোল থানার দহল গ্রামে এদিন সকালে সে হেলমেট ছাড়ায় মোটর বাইক চালিয়ে সাতকেন্দুলি তে যাচ্ছিলেন। সেই সময় একটি ডাম্পার তাকে ধাক্কা মারে। ঘটনায় তার মাথায় আঘাত লাগে। ঘটনার পর ঘাতক গাড়ি পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে দুবরাজপুর থানার পুলিশ আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সিউড়ি সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। হেলমেট না থাকার জন্য মাথার আঘাতেই মারা যান ওই যুবক। ঘাতক লরির খোঁজে তল্লাশি পুলিশের।
ছবি : সুদীপ্ত গড়াই
তথ্যঃ কৌশিক সালুই
[uam_ad id=”3726″]

Comments