Home » জেলার খবর » আগ্নেয়াস্ত্র সহ ধৃত দুই

আগ্নেয়াস্ত্র সহ ধৃত দুই

সাঁইথিয়া : একটি দুটি নয়, আট আটটি পাইপগান নিয়ে বিক্রির উদ্দেশ্যে এসেছিলেন বিহারের ভাগলপুর থেকে। একটি ব্যাগের মধ্যে গামছাতে করে লুকিয়ে হাওড়াগামী ট্রেনে এসছিল এই দুই যুবক। গোপনসূত্রে খবর পেয়ে রেল পুলিশ তাদের সাঁইথিয়া স্টেশনে নামার সাথে সাথেই নিজেদের হেফাজতে নেন। শুক্রুবার তাদের রামপুরহাট আদালতে তোলা হয় এবং সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া দেন মাননীয় আদালত।

প্রতীকী ছবি

Comments