Home » জেলার খবর » জেলা জুড়ে ক্যাম্প করে স্কলারশিপ দেওয়ার ব্যবস্থা সংখ্যালঘু ছাত্রছাত্রীদের

জেলা জুড়ে ক্যাম্প করে স্কলারশিপ দেওয়ার ব্যবস্থা সংখ্যালঘু ছাত্রছাত্রীদের

জেলা জুড়ে সংখ্যালঘু ছাত্র ছাত্রীদের স্কলারশিপ এর জন্য ব্লকে ব্লকে ক্যাম্প করে আবেদন সংগ্রহ করা হচ্ছে। বীরভূম জেলার ১৯ টি ব্লকের সঙ্গে সঙ্গে কিছু কিছু গ্রাম পঞ্চায়েতও আবেদন গ্রহন করার শিবির চলছে। গত ৭ সেপ্টেম্বর তারিখ থেকে শুরু হয়েছে ও ১৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। প্রি মেট্রিক ও পোষ্ট মেট্রিক এবং সব ধরনের স্ক্লারশিপের জন্য অন লাইনের আবেদন সংগ্রহ করার শিবির চলছে। জেলা সংখ্যালঘুর দফতরের শিক্ষা আধিকারিক আলি ইমরান বলেন, স্কলারশিপ প্রাপকের টার্গেট পুরন ও সবাই যাতে স্কলার শিপ পায় কেও বঞ্চিত না হয় তাঁর জন্য শিবির করে অন লাইনের অবেদন সংগ্রহ করা হচ্ছে।

ছবি ও তথ্যঃ কৌশিক সালুই
[uam_ad id=”3726″]

Comments