Home » কবিতা ও ছড়া » সুখপাখি

সুখপাখি

জানো অনেক দিন পর আজ…
সেই চেনা রাস্তায় গেলাম…
সেই কৃষ্ণচূড়া গাছটা বড়হয়েছে….
গাছের গায়ে তোমার লেখা নামটা…
আজ আর নেই…
এখন অনেক নতুন নামের প্রলেপ…
তার মাধূর্য বাড়িয়েছে….
তুমি যে ডালটা ধরে দাঁড়িয়ে থাকতে..
সেই ডালটা ভেঙে গেছে…
হয়তো বা কালের অমোঘ নিয়মে…।।
রাস্তাটা ও অনেক পরিবর্তিত…
কাদা মেঠোপথকে গ্রাস করে…
কংক্রিট শোভাবর্ধিত করেছে…
তোমার শরীরের সেই সুবাসিত…
গন্ধ আজ আর নেই…
যানবাহনের দূষিত ধোঁয়ায়…
ভরে রয়েছে সমগ্র পথ…।।
রাস্তার ধারে বসেথাকা …
সেই কালো কুকুরটা…
যাকে প্রতিদিন বিষ্কুট দিতাম…
সে কিন্তু আজও আমাকে চিনেছে…
আর অবাক নয়নে হয়তো …
আমার সাথে তোমাকেও খুঁজছে…
তার চোখের ভাষার কোন উত্তর …
পারলামনা আজ তাকে দিতে…
পারলামনা তাকে বলতে আমি…
তুমি ছিলে আমার জীবনে সুখপাখি…।।
By :- Rajesh Mukherjee

 

Comments