Home » জেলার খবর » সংস্কার ভারতীর বার্ষিক অনুষ্ঠান

সংস্কার ভারতীর বার্ষিক অনুষ্ঠান

গত ২০শে আগষ্ট সর্বভারতীয় সাংস্কৃতিক সংস্থা সংস্কার ভারতী সিউড়ি শাখা তাদের
বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করল সিউড়ি ডি.আর.ডি.সি. সভাগৃহে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনেমা ও ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা অর্ঘ্য
মুখার্জ্জী ও অভিনেত্রী নমিতা চক্রবর্তী। এছাড়াও উপস্থিত ছিলেন সংস্কার
ভারতীর প্রদেশ সম্পাদক ভরত কুন্ডু, বিশিষ্ট সঙ্গীত শিল্পী ধ্রুবজিৎ
ভট্টাচার্য্য এবং সিউড়ি শাখার সভানেত্রী লোক সম্রাঞ্জী স্বপ্না চক্রবর্তী ।
ঐতিহ্য ও প্রথা মেনেই অনুষ্ঠানের শুভারম্ভ হয় ভাব সঙ্গীতে নৃত্যের মাধ্যমে।
সংস্কৃতির আদি গুরু নটরাজের মূর্তির সন্মুখে অতিথিদের প্রদীপ প্রজ্জালন ও
পুষ্পার্ঘ প্রদানের মধ্যে দিয়ে অনুষ্ঠান ত্বরান্বিত হয়। অতিথি দের পুষ্প স্তবক
দিয়ে বরণ করেন শাখার সম্পাদক ও উত্তরীয় পরিয়ে বরণ করেন শাখার সহ সভাপতি। শাখার
পক্ষ থেকে সভানেত্রী লোক সম্রাজ্ঞী স্বপ্না চক্রবর্তী অতিথিবৃন্দকে সম্মাননা
জ্ঞাপন করেন। ভগিনী নিবেদিতার জন্ম সার্ধশতবর্ষ উপলক্ষে সিউড়ি শাখা গত ১০।১১
ই জুন যে সমগ্র জেলা ব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগীতার আয়োজন করেছিল তাতে সফল
প্রতিযোগীদের পুরস্কৃত করেন এই অনুষ্ঠানের অতিথিরা। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে
শাখার শিল্পী বৃন্দ পরিবেশন করেন সঙ্গীতালেখ্য ‘মুক্তির সংগ্রাম’ । ঐতিহাসিক
ভারত ছাড়ো আন্দোলনের ছবি ও ভিডিও সহযোগে প্রজেকশনের মাধ্যমে এই সঙ্হীতালেখ্য
দর্শকদের মন কেড়ে নেয়। স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা যা বিশ্বের দরবারে
নতুন ভারতের উন্মেষ ঘটিয়েছিল, পশ্চিমের আকাশে পূবের বিজয়বার্তা বয়ে এনেছিল ,
সেই ঘটনার মহেন্দ্রক্ষনকে স্মরণীয় করে রাখতে শাখার শিল্পীরা পরিবেশন করেন
সমবেত নৃত্যার্পন ‘তেজোনিধি’। স্বমীজির জীবনের উপর বিভিন্ন ঘটনার চিত্র ও
ভিডিও সহযোগে প্রজেকশন নৃত্যনাট্যটিকে এক অন্য মাত্রা দেয়। অনুষ্ঠানের
অতিথিবৃন্দ এই অনুষ্ঠানটির প্রশংসা করেন এবং সিউড়ি শাখার কাছ থেকে আরও
উচ্চমানের পরিবেশনের উচ্চাশা প্রকাশ করেন এবং আগামীদিনে শাখার শ্রীবৃদ্ধির
কামনা করেন। সবশেষে প্রথা মেনে দেশ বন্দনা ও ধন্যবাদ জ্ঞাপনের মধ্যে দিয়ে
অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

ছবি ও তথ্যঃ কৌশিক সালুই
[uam_ad id=”3726″]

Comments