Home » জেলার খবর » বাঘের আতঙ্কে ঘর ছাড়লেন মল্লারপুরের বাসিন্দারা

বাঘের আতঙ্কে ঘর ছাড়লেন মল্লারপুরের বাসিন্দারা

ঘটনাটির সূত্রপাত গতকাল রাত্রি মল্লারপুর গ্রামে।গ্রামবাসীদের দাবি বাঘের আওয়াজ শুনতে পায় তারা।তা ছাড়া মল্লারপুর গ্রামে মাঠের ধারে বাঘের পায়ের ছাপও দেখা গেছে বলে দাবি গ্রামবাসীদের। গ্রামবাসীরা আতঙ্কে ঘর থেকে বেরিয়ে পড়ে ও তারা মশাল,খড়ে আগুন জ্বালিয়ে গ্রাম পাহাড়া দিচ্ছে।
এই খবর শুনে মল্লারপুর থানার পুলিশ ও বনদপ্তরের কর্মীরা ছুটে যায় মল্লারপুর গ্রামে।মল্লারপুরের বাসিন্দা সৈয়দ মুর্শিদ বলেন আমরা অনুষ্ঠানে গান করি, সেই জন্য আমরা মল্লারপুর মাঠের ধারে একটা ফার্মে তাই রিহার্সাল করছিলাম, সেই সময় একটা আওয়াজ শুনি। মনে হলো বাঘের মতো আওয়াজ, তার কিছুক্ষন পর ফের শোনা যায় সেই আওয়াজ। তখন আমাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়।আমাদের কাছে বড় কোনো লাইটও ছিল না, সেটা কি দেখার জন্য।আওয়াজটা শুনে বাঘের মতো লাগলো তখন আমি গ্রামে ফোন করে খবর দি।গ্রামের মানুষ এসে আমাদেরকে সেখান থেকে নিয়ে আসে।
গ্রামের বাসিন্দারা বলে বাঘের পায়ের ছাপও দেখতে পেয়েছি, তারা নিশ্চিত এইটা বাঘেরই পায়ের ছাপ।
বনদপ্তরের কর্মীরা জানান আমরা কাল রাতে খবর পেয়ে চলে এসেছি কিন্তু সারারাত থাকার পরও বাঘের কোনো হদিস পায়নি।পায়ের ছাপ দেখতে পাওয়া গেছে সেটা বাঘের কি না খতিয়ে দেখা হচ্ছে।

ছবি ও তথ্য ভিক্টর

-বিজ্ঞাপন-
[uam_ad id=”3726″]

Comments