Home » জেলার খবর » তামিলনাড়ুতে নিখোঁজ কিশোর, ফেরালো পুলিশ

তামিলনাড়ুতে নিখোঁজ কিশোর, ফেরালো পুলিশ

মুরারই:তামিলনাড়ুর কোয়েম্বাতুড়ে সোনার দোকানে কাজ শিখতে গিয়ে নিখোঁজ হয়েছিল মুরারই থানার রাজগ্রামের বাসিন্দা সুনীল কর্মকারের ছোট ছেলে রবি কর্মকার।
দেড় মাস নিখোঁজ থাকার পর কেরল থেকে চাইল্ডলাইন ও পুলিশের সক্রিয়তায় রবিবার বাড়ি ফিরলো ওই কিশোর।ছেলেকে ফিরে পেয়ে আর বাইরে পাঠাতে চাইছে না পরিবার।
পরিবারের লোকজন বলে ছেলে ভালো মতো কথা বলতে পারত না। তৃতীয় শ্রেনীর পরে পড়াশুনা করেনি।নন্দীগ্রামের বাসিন্দা একজনের তামিলনাড়ুতে সোনার দোকান আছে।সেখানে সোনার কাজ শেখানোর জন্য রবিকে পাঠানোর সিদ্ধান্ত নেন পরিবার। সেই উদ্দেশ্য ২০ নভেম্বর পোঁছে যান রবি। দিন কুড়ি পর নিখোঁজ হয়ে যায় রবি।
কোনো ভাবে ছেলের খোঁজ না পেয়ে মুরারই থানায় নিখোঁজ ডাইরি করে পরিবার।দেড় মাস পর পুলিশ জানতে পারে রবি কেরলের একটা হোম আছে। সেখান থেকে চাইল্ড লাইনের মাধ্যমে বাড়ি ফেরানোর তোড়জোড় শুরু হয়। কেরল গিয়ে ছেলেকে নিয়ে আসেন সুনীল বাবু।
গ্রামে ফিরে রবি বলে সোনার দোকানে ২ থেকে ৩ দিন কাজ করার পর মালিক বলে আলমারির ভেতর থেকে চিমটি আনতে, আমি চিমটি নিতে আলমারি খুলেছি তখন মালিক আমার ছবি তুলে নিয়ে বলে তুই চোর। তারপর আমাকে মেরে একটা ঘরের মধ্যে ভোরে রেখে দেয়। ২ দিন খেতে দেয়নি। তারপর বলে কাজ করতে। আমি আবার কাজ করি তখন মালিক বলে পালাবি না তো। আমি বলি না পালাবো না। দু একদিন পর আমি লুকিয়ে পালিয়ে এসে ট্রেনের টিকিট না কেটে উঠে পড়েছিলাম। ট্রেনে তখন পুলিশ ধরে আমাকে নিয়ে চলে যায় কেরলে। ওখানে একটা হোম রেখেছিল। সেই হোম থেকে পুলিশের সহায়তায় ফিরে আসে রবি।
ভিডিও রাইহান রেজা
তথ্যঃ ভিক্টর

-বিজ্ঞাপন-
[uam_ad id=”3726″]

Comments