Home » উৎসবে আনন্দদান » অসংখ্য মানুষের সহযোগিতায় আজ “উৎসবে আনন্দ দান ২০১৮” কর্মসূচির উদ্বোধন ও প্রথম পর্যায়ের সফল রূপায়ণ

অসংখ্য মানুষের সহযোগিতায় আজ “উৎসবে আনন্দ দান ২০১৮” কর্মসূচির উদ্বোধন ও প্রথম পর্যায়ের সফল রূপায়ণ

প্রথমেই আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।আপনার নাম হয়তো জানিনা, হয়তো কোনো দিন পরিচয় বা আলাপচারিতা গড়ে ওঠেনি, তবুও আপনাকে ধন্যবাদ জানাই।কারণ এই আপনার মতোই নাম হীন, আত্মীয়তাহীন, অনাম্নী, অখ্যাত, আলোক বৃত্তের বাইরের অসংখ্য মানুষের সহযোগিতায় আজ “উৎসবে আনন্দ দান ২০১৮” কর্মসূচির উদ্বোধন ও প্রথম পর্যায়ের সফল রূপায়ণ সম্ভব হলো।বীরভূম জেলার জেলাশাসক শ্রীমতি মৌমিতা গোদারা (আই. এ.এস)মহাশয়া, জেলা আরখ্যাধক্ষ্য শ্রী কুনাল অগ্রবাল (আই. পি.এস )মহাশয়,সিউড়ি পৌরসভার পৌরপিতা শ্রী উজ্জ্বল চ্যাটার্জি মহাশয়, মহকুমা শাসক (সদর )শ্রী রাজীব মন্ডল মহাশয় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে যে অনুষ্ঠানের সূচনা করলেন,তা উপস্থিত চার শতাধিক শিশুর সম্মিলিত কলতানে এক অহৈতুকি আনন্দ যজ্ঞে পরিণত হলো। কুন্ডলা সত্যানন্দ আশ্রমের অনাথ শিশু কার্তিক গুপ্ত, কিংবা ইলামবাজার জঙ্গলস্থিত রাঙাবাঁধের জিৎ হেমব্রম কিংবা কাঁটাবুনির খুশি খাতুনের ঝলমলে হাসি, আজ তিতলির ঘনমেঘের ভ্রুকুটি কে হেলায় হারিয়ে, আজকের সকাল টিকে করে তুললো রঙিন, মোহময়। নতুন জামার সাথে একটু ভালোমন্দ খাওয়ার আনন্দে খুশিতে টইটম্বুর কচি মুখ গুলো, সব বাধা কে অতিক্রম করে, সামনের দিকে এগিয়ে চলার অনুপ্রেরণা জুগিয়ে গেল আমাদের বুকে।

প্রথম পর্যায়ে “উৎসবে আনন্দ দান ২০১৮” কর্মসূচির মাধ্যমে  নতুন জামা উপহার  দেওয়া হলো ৪৫০ শিশুকে  ।

 

 

Comments