Home » কবিতা ও ছড়া » রক্তে রাঙা কফিন

রক্তে রাঙা কফিন

কাশ্মীরের উরি প্রদেশে সেনা ছাউনি তে নিহত সকল ভারতীয় বীর শহীদদের প্রতি আমার অশ্রুভরা শ্রদ্ধাঞ্জলি রইল ।

নিজস্ব লেখা – কাবু মণ্ডল

uri attack

দেশ সেবার নামে ,তোমরা দাও আত্ম বলিদান,
তোমরা ভারতীয় সেনা, তোমরা ভারত মাতার বীর সন্তান।

তোমরা আসো খবরে যখন, কফিন বন্দি হয়ে আসো ঘরে,
তোমাদের জন্য শুধুই সমবেদনা ঝরে,
আমাদের বাল্মীক অন্তরে।

ফেসবুক পেজে তোমাদের বড়ো করে শহীদ হওয়ার ছবি,
শত লাইক আর কমেন্টের বন্যায়,
দেশপ্রেমিক হবি?

তোমাদের সন্তান, মা ,বাবা স্ত্রী নাকি
সব মেনে নেবে আঁখি জলে,
দেশকে বাঁচানোর জন্য আর কতো দিন আহুতি দেব রাজনীতির কৌশলে।

সত্তর বছরের স্বাধীন দেশ, এখনও জ্বলছে কাশ্মীর,
তোমরা নেতারা ,গদি পেলে বস জমিয়ে,
খাও ইচ্ছা মতো দুধ, ক্ষীর।

আমি সাধারণ ,আমি জনগণ, পারি না দেখতে ভাই, দাদার অকাল প্রয়াণ,
সৈনিক বলেই তোমাদের কী দিতে হবে, এইভাবে নিজের জান?

ঘুণ ধরা, আর বিড়ি ,গাঞ্জা খাওয়া বুকে জাগাতে পারি না সাহস,
গর্জে উঠতে পারি না আমরা,ভাত ঘুম দিয়ে হয়েছি অলস।

এসেছে সময় বদল দরকার দেশের মৌন বিদেশনীতির,
সন্ত্রাসীদের জবাব দিতে,হতে পারি না কী আমরা বীর?

জানি না এইভাবেই কতদিন আমরা সইব,
নিজের দেশের মধ্যে আমরা কাপুরুষ হয়ে রইব।

ভাইয়ে ভাইয়ে লড়াইয়ের কুরুক্ষেত্র,এনে ছিল ধর্মের বিজয়,
ঝাঁপিয়ে পড়ি সর্বশক্তিতে ,হবে সন্ত্রাসীদের পরাজয়।

Comments