Home » উৎসবে আনন্দদান » “উৎসবে আনন্দ দান ২০১৮” কর্মসূচির দ্বিতীয় পর্যায়ের সফল রূপায়ণ

“উৎসবে আনন্দ দান ২০১৮” কর্মসূচির দ্বিতীয় পর্যায়ের সফল রূপায়ণ

কথামতোই  ১৪ ই অক্টোবর, আমরা বীরভূম লাল মাটির দেশের পক্ষ থেকে পৌঁছে গেছিলাম দুবরাজপুর সংহতি ক্লাব প্রাঙ্গনে।উৎসবে আনন্দ দান ২০১৮ কর্মসূচির দ্বিতীয় পর্যায়ে,৩৫০জন দুঃস্থ শিশুর হাতে তুলে দেওয়া হলো পুজোর নতুন সাজ ।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার পৌরোপিতা শ্রী পীযুষ পান্ডে,উপ-পৌরোপিতা জনাব মির্জা শওকত অলি, সরকারি আইনজীবি শ্রী মলয় মুখোপাধ্যায়, বিশিষ্ট সমাজসেবী প্রভাত চট্টোপাধ্যায় সহ অন্যান্য বিশিষ্ট অতিথি বৃন্দ।শত শত কচি কাঁচার অমলিন হাসির আনন্দধারায় স্নাত হলো আজকের এই রোদ ঝলমলে সকালটা।

Comments