Home » উৎসবে আনন্দদান » “উৎসবে আনন্দ দান ২০১৮” এর উপহার এবার বাড়ি বাড়ি

“উৎসবে আনন্দ দান ২০১৮” এর উপহার এবার বাড়ি বাড়ি

বীরভূম লাল মাটির দেশের কর্মসূচী “উৎসবে আনন্দ দান ২০১৮” দুটি পর্যায়ে সফল ভাবে সম্পন্ন হওয়ার পর  আমাদের প্রতিনিধিরা জেলার বিভিন্ন প্রান্তের আরো কয়েকশ  শিশুকে দিয়ে এলেন  উৎসবের  নতুন জামা উপহার।

প্রসঙ্গত  ১২ই অক্টোবর ২০১৮ , সিউড়ি ডি.আর.ডি.সি হলে উদ্বোধন ও প্রথম পর্যায়ের “উৎসবে আনন্দ দান ২০১৮” অনুষ্ঠানের মাধ্যমে ৪৫০ টি শিশুকে উপহার দেওয়া হয়েছে উৎসবের  নতুন জামা উপহার। বিস্তারিত : অসংখ্য মানুষের সহযোগিতায় আজ “উৎসবে আনন্দ দান ২০১৮” কর্মসূচির উদ্বোধন ও প্রথম পর্যায়ের সফল রূপায়ণ

১৪ই ই অক্টোবর ২০১৮ , দুবরাজপুর সংহতি ক্লাব প্রাঙ্গনে  দ্বিতীয় পর্যায়ের “উৎসবে আনন্দ দান ২০১৮” অনুষ্ঠানের মাধ্যমে ৩৫০ টি শিশুকে উপহার দেওয়া হয়েছে উৎসবের  নতুন জামা উপহার। বিস্তারিত : “উৎসবে আনন্দ দান ২০১৮” কর্মসূচির দ্বিতীয় পর্যায়ের সফল রূপায়ণ

 

Comments