সকলকেই “শুভ জন্মাষ্টমী”র শুভেচ্ছা জানাই।
কাবু মণ্ডল
দেবকীর অষ্টম গর্ভে জন্মে তুমি ,আবির্ভুত হলে ধরাধামে,
হে প্রভু, তুমি পরিচিত গোপাল, কানহা,কৃষ্ণ বা আরও শতনামে।
তোমার জন্ম যুগে যুগে প্রভু, ধর্মের প্রতিষ্ঠার তরে,
মামা কংসের কাল উপস্থিত হইল, আপন কারাগারে।
শৈশবে তুমি বড়োই চঞ্চল, করো নানা দুস্টুমি,
আপন মুখ মধ্যে বিশ্বরূপ দর্শন করালে, মাতা জানকীকে তুমি।
সখাদের নিয়ে গোচারনে কাটে দিনের অধিকাংশ বেলা,
তারই মাঝে বকাসুর বধ,কালিয়া নাগ দমন করে দেখালে আপন বীরত্বের খেলা।
মোহন বাঁশির সুমধুর সুরে, সকল প্রানে হত অমোঘ আকর্ষণ
রাধিকা মননে তোমার বাঁশির সুর ,
করত সদাই প্রেম সুধা বর্ষণ।
সদাই বিরহী থাকে, রাধিকা তোমায় ছাড়া,
কর্মে কী লাগে মন, যে জন কৃষ্ণহারা?
পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়ুক তোমার প্রেমের ভাষা,
জন্মদিনে শতকোটি প্রনাম জানাই,
পূরণ করো সকলের সত্য অভিলাষা।
কাবু মণ্ডল
25/08/2016