Home » কবিতা ও ছড়া » রাতপরী

রাতপরী

দিন শেষে আঁধার নামে

আধাঁরে ওরা আশা বাধে।

পরিচিত রাস্তায় নামে স্তব্ধতা

রাতের রাতপরীরা,আর ভদ্রতা।

 

কালো কাঁচ ঢাকা দামী গাড়িতে

চলে শরীরি মিলন।

রাতপরীরা দাঁড়িয়ে থাকে

সস্তা ভদ্রতা তাদের নিয়ে খেলা করে।

 

রাত শেষে দিনের মাঝে

আপনজনের সাথে

সভ্যতা দেখ পরিবার নিয়ে

গঙ্গায় ডুব মারে।

 

আর রাতপরীরা নকল রঙ মেখে

নিজেকে ঢেকে রাখে।

 

-সুমনা দত্ত।

22/06/2016

Comments