তুমি নও একদম রোমান্টিক, বড্ড বেরসিক,
কেন যে ভেবেছিলাম জীবনসাথী করব,
মাথা ছিল না ঠিক।
প্রেমের সময় বড়, বড় কথা,প্রতি মুহূর্তে ফোন
জামাইবাবু কত ভালোবাসবে তোকে,
বলেছিল আমার বোন।
গ্যাংটক যাব হানিমুনে, কিংবা নীল সাগর,
বছর তিনেক পেরিয়ে গেল, নেই তার কোনও খবর ।
জন্মদিনে রেস্টুরেন্টে খাওয়া, ভ্যালেন্টাইন ডে তে জড়িয়ে কিস,
সংসারী হয়ে আমি, বড্ড করি তাদের মিস।
একসাথে মেলায় ঘুরতে যাওয়া,
চলো ঘুরে আসি বাপের বাড়ি,
তখন তোমার দরকারী কাজ মনে পড়ে,
ব্যস্ত তুমি ভারী।
প্রেম করেছি তাই বলে কী, সব সয়ে নেব মনে?
অভিযোগের পাহাড় জমেছে, এখন শোনায় কোন জনে।
ভালোবাসার সেতুতে এবার দেখা যাচ্ছে, সূক্ষ চীর
খাওয়ার, পরার কমতি কিছু নেই,
তবুও অন্ত :শুন্য আমাদের নীড়।
আমার চাই, সেই পুরোনো প্রেমে পাগল ছেলে,
হারানোর ভয় লেগে থাকতো, চোখের দূরে গেলে।
কাবু মণ্ডল
22/6/2016