বৃষ্টি তোমায় ডাকব বলে
অবিরত দু হাত তুলে
সব অভিমান যাচ্ছি ভুলে
বৃষ্টি তুমি আসবে বলে।
দিন যে ফুরায় ঝাউ এর বনে
রাত ফুরলো ঢেউয়ের তালে,
মনের মাঝে কষ্টো নিয়ে
হিমেল হাওয়া আসছে ধেয়ে।
বালির তটে ঝিনুক যত
এক নিমেষে কুড়িয়ে নিয়ে,
একলা বসে গড়ছি মালা
তোমার গলে দেব বলে।
এই শ্রাবণে তুমি এলে
ডাকব তোমায় ঝাউ এর তলে,
প্রেম একাকী শ্রাবণ ধারা
জড়িয়ে ধরি বাহু বলে।
লাজুক তোমার অঝোর ধারা
ঝাপসা তনু পায়ের তোড়া,
বুকের মাঝে বাজবে যত
দুহাত তুলে ডাকব তত।
এই শ্রাবণে তুমি এলে
বৃষ্টি নামে ডাকব বোলে।।।।।।।
…………………… অরুণাভ
কিছু ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়