কড়িধ্যা বড়মহুলা কালি মন্দির।
ছবির বাঁদিকে অগ্রহায়ণ কালি মন্দির এবং ডান দিকে বাবা ভৈরব নাথ মন্দির।
পথ প্রদর্শক :- সিউড়ী থেকে কড়িধ্যা গ্রাম, সেখান থেকে বড়মহূলা মাত্র ১ কি.মি.।
শতাব্দী প্রাচীন এই মন্দির। বারবার সংস্করণের মাধ্যমে টিকিয়ে রাখা হয়েছে মন্দিরের অস্তিত্বকে। প্রতিদিন নিত্যসেবার আয়োজন থাকে। মঙ্গলবার এবং শনিবার বাইরে থেকে অনেকেই আসেন পূজার সামগ্রী নিয়ে মায়ের মন্দিরে। মন্দিরের সামনে এক সাধকের (নাম জানা নেই) সমাধি স্থানও আছে, আছে তাঁর মূর্তিও। আশে পাশের বহুগ্রামের অসংখ্য মানুষ প্রতিবছর পূজার সময় এখানে এসে ভীড় করেন। এখানকার একটি বিশেষত্ব হল- মায়ের প্রতিমা সারা বছরই থাকে এবং দূর্গা পূজার পর একাদশীর রাত্রিতে প্রতিমা নিরঞ্জন করা হয় ও সেই রাত্রিতেই নতুন প্রতিমার জন্য কাজ শুরু হয়। সেই প্রতিমা আবার কালিপূজার রাত্রিতে পূজা হয় এবং সারা বছর মন্দিরে বিরাজ করেন। প্রতিমা নিরঞ্জনের রাত্রিতে এখানে একটি ছোটো গ্রাম্য মেলার আয়োজন করা হয়। সেই ছোটো মেলায় মানুষের ভীড় চোখে পড়ার মত।
Image :- Sukhen Dhar