“কাগজ তৈরি হয় বৃক্ষরোদন করে। ফলে যত বেশি বৃক্ষরোদন করা হবে ততই পৃথিবীর ভারসাম্য নষ্ট হবে। ভবিষ্যতে হয়তো ই-বুক মেলার জন্য অপেক্ষা করতে হবে”। সোমবার রামপুরহাটে ৩৬ তম বইমেলার উদ্বোধন করে বক্তব্য রাখতে এভাবেই পৃথিবীর ভারসাম্য নিয়ে আশঙ্কা প্রকাশ করলেন সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়।
এদিন বিকেলে রামপুরহাট হাইস্কুল মাঠে ৩৬ তম বইমেলার উদ্বোধন করেন সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়, মহকুমা শাসক সুপ্রিয় দাশ, বিধায়ক আব্দুর রহমান, অতিরিক্ত জেলা শাসক রঞ্জন কুমার ঝাঁ (উন্নয়ন), রামপুরহাট পুরসভার ভাইস চেয়ারম্যান সুকান্ত সরকার, তারাপীঠ – রামপুরহাট উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান সুকুমার মুখোপাধ্যায়। বই মেলায় ৮০ টি স্টল করা হয়েছে। মেলা চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।
ভিডিও ও তথ্যঃ প্রীতম দাস
-বিজ্ঞাপন-
[uam_ad id=”3726″]