Home » Wall of Help » স্বাধীনতা দিবসে বীরভূম-লাল মাটির দেশের “wall of help” কর্মসূচিতে দুবরাজপুর আনন্দধারা শিশু নিকেতন

স্বাধীনতা দিবসে বীরভূম-লাল মাটির দেশের “wall of help” কর্মসূচিতে দুবরাজপুর আনন্দধারা শিশু নিকেতন

৭১ তম স্বাধীনতা দিবসের (১৫ই আগস্ট ২০১৭) পুন্য লগ্নে,আপামর ভারতবাসী যখন স্বাধীনতার উজ্জাপনে ব্যস্ত, তখনই দুবরাজপুর আনন্দধারা শিশু নিকেতন এক অনন্য উপায়ে আজকের দিনটি পালন করলো। বীরভূম-লাল মাটির দেশের wall of help কর্মসূচিতে অনুপ্রাণিত হয়ে শিশু নিকেতনের কচি কাঁচারা তাদের টিফিনের খরচ বাঁচিয়ে জমানো অর্থ তুলে দিলো আমাদের প্রতিনিধির হাতে। তাছাড়াও বিদ‍্যলয়ের প্রধান শিক্ষিকা শ্রীমতি সুপ্রিয়া গঁরাই , শিক্ষক শিক্ষিকা, অভিভাভিক ও উপস্থিত স্বনামধন্য শিশু সাহিত্যিক শ্রীমতি মধুমিতা সরকার আমাদের হাতে তুলে দিলেন পোশাক ও শুকনো খাবারের মতো সামগ্রী। বীরভূম-লাল মাটির দেশের পক্ষ থেকে এঁদের প্রত্যেক কে আন্তরিক ধন্যবাদ জানাই। কিন্তু আগামীর যারা ভবিষ্যৎ, সেই ছোটো ছোটো নিষ্পাপ শিশুদের পবিত্র হাত থেকে পাওয়া এই দান আমাদের আরো বেশী প্রাণিত করবে । আরো বেশি উদ্বুদ্ধ করবে ।

আনন্দধারা শিশু নিকেতন থেকে প্রাপ্ত সামগ্রীর তালিকা-
বাচ্চাদের নুতন জামা কাপড় –
ছেলেদের গেঞ্জি ও প্যান্ট-মোট 12 টি
মেয়েদের ফ্রক- 6 টি
মেয়েদের চুড়িদার – ২ টি

এছাড়া ও ব্যবহৃত জামা কাপড় ,
শুকনো খাবার ,
অর্থ – ৬৮৭ টাকা

[uam_ad id=”3726″]

Comments