Home » জেলার খবর » কাটোয়া-আহমেদপুর পথে শীঘ্রই চালু হচ্ছে যাত্রীবাহী ট্রেন পরিষেবা

কাটোয়া-আহমেদপুর পথে শীঘ্রই চালু হচ্ছে যাত্রীবাহী ট্রেন পরিষেবা

ভিডিও ফাইল সংগ্ৰহ থেকে। পরীক্ষামূলকভাবে যাত্রীবাহী ট্রেন চালানোর সময়ের।

কাটোয়া-আহমেদপুর রেলপথে আগামী বছরের শুরুতেই যাত্রীবাহী ট্রেন চালানোর আশ্বাস দিলেন হাওড়া ডিভিশনের রেলওয়ে ম্যানেজার মনু গোয়েল।
১৮৫ কোটি টাকা ব্যায়ে নতুন করে তৈরি করা কাটোয়া-আহমেদপুর রেলপথের কাজও ডিসেম্বরের প্রথম সপ্তাহেই শেষ হয়েছে। এবার এই পথেই ট্রেন চালিয়ে এবার উন্নতিকরণ করতে চলেছে রেল।
২০১৩-র জানুয়ারিতে কাটোয়া-আহমেদপুর ৫১ কিমি ন্যারোগেজ রেলপথকে বিদায় জানিয়ে সেই পথকেও ব্রডগেজে রূপান্তরের কাজ শুরু হয়।

-বিজ্ঞাপন-
[uam_ad id=”3726″]

Comments