সকাল সকাল ধরা পড়লো অমানবিক ছবি। ঘটনা বীরভূমের সদাইপুর থানার অন্তর্গত ন্যাশনাল হাইওয়ে ৬০ এর ধারেই।
রানীগঞ্জ থেকে একটি আঙ্গুর বোঝাই গাড়ি আসছিল সিউড়ির দিকে। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় জাতীয় সড়কের ধারে। তারপর চলে সেই অমানবিক লুঠ। আঙ্গুরের লোভ স্থানীয়রা সামলাতে পারেনি। ক্যারেট ভর্তি আঙ্গুর নিয়ে চম্পট দিতে থাকে ঘটনাস্থলে থাকা মানুষগুলো।
আহত ড্রাইভার ও খালাসিকে গাড়ি থেকে বের করা হলেও কেউ এগিয়ে আসেনি হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা করানোর জন্য। একদিকে চলতে থাকে আর অন্যদিকে একই জায়গায় পাশে পড়ে থাকে খালাসি। আঙ্গুরের লোভ তাদের যন্ত্রণাকে পৌঁছাতে পারেনি উপস্থিত মানুষের কাছে। আঙ্গুর আজ হারিয়ে দিল মানুষের আঘাতকে, হারিয়ে দিল মানবিকতাকে।
এইভাবে ৪৫ মিনিটের পড়ে থাকার পর সদাইপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং তাদের চিকিৎসার ব্যবস্থা হয়।
শেষ খবর পাওয়ার জানা যাচ্ছে লুট হওয়া আঙ্গুর উদ্ধারে নামে পুলিশ এবং পার্শ্ববর্তী এলাকা থেকে প্রায় ১৫ ক্যারেট আঙ্গুর খুঁজে বের করে নিয়ে এসেছে পুলিশ।।