Home » কবিতা ও ছড়া » আমার টাকা

আমার টাকা

আমার টাকা আমার নয়,
বলেছেন মুদি মশাই,
যাই একবার টাকা তুলতে,
ব্যাংকে লাইনে দাড়াই।।

আমার টাকা কালো টাকা,
করতে হবে সাদা
আজকের চা টা একটু কড়া হবে,
দাদা, ঘরে নেই আদা।

আমার টাকাই ব্যাংকের ঘরে,
করছি দেশকে শুদ্ধ
আমজনতার পেট ভাতে মারতে,
এ তো দারুন যুদ্ধ।

আমার টাকায় বস্তা ভরে ,
যারা হলো পগার পার
তাদের জন্যই ঋণ মকুব,
মুদিজি ,বলিহারি তোমার।

আমার টাকায় বিদেশ সফর,
আমার টাকায় মূর্তি,
আমার টাকায় বেশ চলছে,
নিত্য নতুন ফূর্তি।

আমার টাকা ,আমি পাই না
সবই দেশের জন্য
আমার টাকা পরিযানে যাই,
আমি হয় নগন্য।

আমার টাকায় ভোট ,
আমার উন্নয়ন করবে নাকি সরকার
আমার চাই না মাংস ,মাছ
দু বেলা দু মুঠো ভাত দরকার।

আমি চাই আমার টাকায়,
হোক তামাশা বন্ধ,
চারিদিকে দেখি প্রকল্পের নামে,
কেলেঙ্কারির দুর্গন্ধ।।

কাবু মন্ডল

Comments