“আন্তর্জাতিক সহনশীলতা দিবসে” সকলকেই অভিনন্দন জানাই
গর্জে উঠুন নিজেদের প্রাপ্য অধিকারের জন্য
আমরা আমজনতা,আমরা সহনশীল
আমরা মুখ বুঝে সয়ে নি,
সরকার, বিরোধীদের চড়, থাপ্পড়, কিল।
আমরা আমজনতা ,আমরা সহনশীল,
আমাদের নির্বুদ্ধিতার সুযোগ নেই সবাই
তাই তো সারদা, কয়লা ,টু জি কেলেঙ্কারি,
তবুও আমাদের হয় না কোনো মুশকিল।
আমরা আমজনতা,আমরা সহনশীল,
আমরা লাইনে দাঁড়ায়,
পেতে সরকারি পরিষেবা, দিতে ভোট
আমারই তৈরি করি সরকার, তবুও জোটে প্রতি পদে চোট।
আমরা আমজনতা, আমরা সহনশীল
আমরা রাগ করি না , সরকারি রেশন ,দরকারি ওষুধ না পেলেও
আমরা বেঁচে থাকি ,প্রতিদিন একবেলা খেলেও।
আমরা আমজনতা, আমরা সহনশীল,
আমাদের রাস্তা লাল মাটির ,এবড়ো খেবড়ো বোল্ডারে ভরা
স্বাধীনতার সত্তর বছর পরেও ,পাই না তেষ্টা মেটাতে নির্মল জলধারা।
আমরা আমজনতা, আমরা সহনশীল
আমাদের ছেলে ,মেয়ে মরে সন্ত্রাসে,
দেশ রক্ষায় সীমান্ত পারে
আমরা একশ দিনের কাজ করি,
দিনের পর দিন টাকা পয়সা না পেয়ে ধারে।
আমরা আমজনতা, আমরা সহনশীল
আমাদের মেয়েরা লাঞ্ছিত ,ধর্ষিত হয়
পথে, ঘাটে ,রাস্তায় বাসে ট্রেনে
আমরা বলি না লোককে,মিডিয়াকে
কী হবে মেয়ের পরিণতি জেনে।
আমাদের সহনশীলতাকে ,
যেন ভেবো না আমাদের দুর্বলতা
আসলে আমরা চাই না সমাজ জুড়ে,
কালো মেঘে ঢাকা অস্থিরতা
আমরা এবার থাকব না সহনশীল,
করব বিদ্রোহের হুঙ্কার
কাপুরুষের খোলস ত্যাগ করে আমরা,
বুঝে নেব নিজেদের অধিকার।
কাবু মন্ডল