অনেকদিন ধরে ভাবছি আমি,
করবো অনধিকার চর্চা,
কোথা থেকে সব ম্যানেজ করে সময়?
নেট ব্যালেন্স ভরানোর খরচা?
সকাল, দুপুর ,বিকাল রাত্রি,
সবসময় অনলাইন,
কুটো কেটে কী ,তারা দুটো করে না?
তারা কী গূপী গাইন, বাঘা বাইন?
বৌ, সংসার,পরিবার ছেড়ে,
থাকে কী তারা একলা?
দিনভর চলে সোশ্যাল মিডিয়ায়,
পোস্ট, টুইট এর খেলা।
বাজার ,হাট, কে করে তাদের?
আছে কী আলাদিনের জিন?
তারা কী সবাই আশুতোষ?
খুব জানতে ইচ্ছা করে,
তাদের কাটে কীভাবে দিন?
ঘুম কী তাদের কাকনিদ্রা?
তারা কী হঠযোগী?
জল, বাতাস বা ঋতু পরিবর্তনে,
তারা কী হয় না রোগী?
বড্ড বেশী বলে ফেলেছি,
এতো অনধিকার চর্চা
জমি যখন কিনবেই না তুমি,
কী লাভ নিয়ে পরচা?
তারা সকলেই মহান মানুষ,
ধন্য তাদের মানব জীবন,
আমার এই ধৃষ্টতা মাফ করবেন,
বড়োই সমালোচক এই মন।
কাবু মণ্ডল
24/6/2016