Home » কবিতা ও ছড়া » ***আনন্দ বর্ষা***

***আনন্দ বর্ষা***

গগন জুড়ে ঘন কালো দল,

ওই তো আসছে প্রাণের বাদল,

মুহুর্মুহু তার রন হুঙ্কার,

এ যুদ্ধে বিজয়ী বৃষ্টি আবার।

 

বিন্দু বিন্দু রূপে পড়ে ধরাতলে,

শিহরণ জাগায় জলে, স্থলে।

 

বৃষ্টি সৃষ্টি করে মধুর প্রাণের সুর,

ঝম, ঝম শব্দে শোনা যায় বহুদূর।

 

ধরণী জেগে ওঠে নব শক্তিতে,

ছড়িয়ে পড়ে সবুজ আনন্দে মেতে।

 

প্রকৃতি তুমি সদা বিস্ময়কর

তোমার মন শুধু কল্যাণকর।

 

মনের হরষে, হে বর্ষা ,

করি সাদর আপ্যায়ন

মৃতপ্রায় প্রাণে তুমিই জোগাও,

নব জীবনের স্পন্দন।

 

কাবু মন্ডল

23/06/2016

Comments