সিউড়ি : জেলার সদর শহর সিউড়িকে সাজিয়ে তুলতে একটা সময় ছিল যখন সিউড়ির বিভিন্ন প্রান্তে , মোড়ে মোড়ে দেশের বিভিন্ন স্বাধীনতা সংগ্রামী এবং অন্যান্য মনীষীদের মূর্তি বসানো হয়েছিল। কিন্তু তা এ পর্যন্তই। এরপর কখনো দেখা গেছে সিউড়ি বাসস্ট্যান্ডের নিকট দেশনায়ক নেতাজি সুভাষ চন্দ্রের মূর্তি পোষ্টার – হোর্ডিংয়ে ঢাকা পড়তে , কখনো বা দেখা গেছে অন্যান্য স্থানে মুর্তিগুলির জীর্ণ দশা।
এভাবেই বছরের পর বছর পরে থাকতে দেখা গিয়েছিল সিউড়ি মিউনিসিপ্যালিটির ঠিক নাকের ডগায় ‘ আবুল কালাম মুহিয়ুদ্দিন আহমেদ আজাদ ‘ – এর মূর্তি, নাম মাত্রই ছিল মূর্তি, উঠে পড়েছিল সমস্ত রঙ। দেখে বোঝা দায় হয়ে পড়েছিল সকলের কাছে। নেহাত নিচের স্মারক ছাড়া মূর্তির নাম বলাও সম্ভব হত কিনা তাতেও বেশ সন্দেহই ছিল। হঠাৎ একদিন এরূপ চেহারা চোখে পড়ে সিউড়ির বাসিন্দা গোপাল চ্যাটার্জি মহাশয়ের। তিনি সঙ্গে সঙ্গেই তার ছবি তুলে ছড়িয়ে দিন ফেসবুকে নিজের ওয়ালে। ছবি পোস্ট হওয়ার কিছুদিনের মধ্যেই সেই মূর্তিকে রঙ করে আবার নতুন জীবন দিয়ে গেলেন সিউড়িরই অন্য এক সুনাগরিক প্রসেনজিৎ দাস।
বীরভূম – লাল মাটির দেশের তরফ থেকে সেই দুজন সুনাগরিককেই জানাই অসংখ্য ধন্যবাদ।।
কিছুদিন আগের ছবি
রঙ করার পরের ছবি