অনাথ শিশুদের পাশে দাঁড়াল নাগ পরিবার
কর্মসূত্রে সাঁইথিয়ায় থাকা নাগ পরিবার , তাদের বিবাহ বার্ষিকী কাটালেন কুন্ডলার অনাথ শিশু আশ্রমে। সকলের সাথে খাওয়া দাওয়া, বাচ্চাদের বিভিন্ন জিনিসপত্র দেওয়ার মধ্য দিয়ে তাদের বিবাহ বার্ষিকীর মধ্যে নিয়ে এলেন অন্যরকম অনুভূতি , অন্যরকম চমক। এমন একটা মহৎ কাজের পর সকলেই খুব খুশি।
পরিবাবের পক্ষ থেকে জানানো হয় – “১১ তম বিবাহ বার্ষিকীটা আমাদের জীবনের স্মরণীয় দিন হয়ে থাকবে, একটু অন্যভাবে পালন করলাম এই বছরটা।
যে সব শিশুদের পরিবার পরিজন হারিয়েছে তাদের জীবনে, সারাদিনটাই তাদের সাথে কাটালাম আমি এবং আমার পরিবার। সাথে তাদের হাতে তুলে দিলাম বই, খাতা, পেন, ব্যাগ, খেলার সামগ্রী, পোশাক আরো নানান জিনিসপত্র। সুন্দর বনভোজন এর আয়োজন করা হয়েছিল। সব মিলিয়ে একটা দারুন সময়ের সম্মুখীন হতে পেরে নিজেকে কৃতজ্ঞ মনে হচ্ছে আজ।
সকলের কাছে করজোড়ে অনুরোধ… এই সমস্ত মা-বাবা পরিজন হারানো ছেলেগুলোর পাশে এসে দাঁড়ান আপনারাও। তাহলে হয়তো “ওরা” নতুন করে বাঁচার স্বপ্ন দেখবে নিজেদেরকে নিয়ে। সাহায্যের হাত বাড়িয়ে দিন ।। ”
ছবি ও তথ্য :- প্রীতম (পামি)