– প্রশান্ত রায়
এখনো কি বাজে বাঁশি ?
বাঁশ বনের আঁধারে ,
নতুন সূর্য ওঠে ?
নদীর বাঁক রেখে যায় স্মৃতি,
অনাবিল জলস্রোতে..
নৌকা বাঁধা শেকল আজ,
কোন সেতারের সুর ধরে..
বানভাসিতে ধুলো-মাটি,
আকাশ কোনে , লোকান্তরে..
নাম না লেখা, কত চিঠি,
সঙ্গোপনে আয়ুক্ষয়..
অতীত লেখা , অতীত হলো –
ভগ্ন বুকে তোমার জয়…