জয়দেব : চলতি বছরের ১০ই জানুয়ারি মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় জয়দেব কেন্দুলীতে “বাউল ও লোক উৎসব” এ আসেন,সেখান থেকে বাউল একাডেমির ভিত্তিপ্রস্তর করেন। সেমতো কাজও আরম্ভ হয়,কিন্তু কিছুদিন কাজ চলার পর এখন পুরোপুরিভাবে বন্ধ।পর্যটন প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেনও জয়দেব কেন্দুলীতে বাউল একাডেমির জায়গা সরেজমিন দেখে যান,এপ্রিল থেকে পুরোদমে কাজ হবার কথা বলেন।
কিন্তু দুর্ভাগ্যবশত সেকাজ এখনো শুরু হয়নি। এই একাডেমিকে ঘিরে এখানকার মানুষের বহু স্বপ্ন জড়িয়ে আছে। একাডেমির কাজ সম্পুর্ন হলে জয়দেব কেন্দুলির নাম পর্যটন কেন্দ্র হিসেবে স্থান পাবে।
এখানকার মানুষের স্বপ্নকে বাস্তবায়িত করতে এলাকার মানুষের আবেদন পুনরায় বাউল একাডেমির কাজ শুরু করা হোক এবং দ্রুততার সাথে সেকাজ সম্পুর্ন করা হোক।।
বিধান রায়,জয়দেব কেন্দুলী,বীরভূম।