বামাক্ষেপার জন্মদিবস উপলক্ষে কাল থেকেই রাজ্যের বিভিন্ন এলাকা থেকে ভক্তরা ভিড় জমাতে শুরু করেন। বাংলা ১৩৬২ সাল থেকে আটলা গ্রামে শিবচতুর্দশী তিথিতে বামাক্ষেপার আবির্ভাব তিথি পালন শুরু হয়। তিনদিন ধরে চলে উৎসব। এবারও গ্রামে বসেছে মেলা। আজ সমিতির পক্ষ থেকে দশ হাজার মানুষের প্রসাদ গ্রহণের ব্যবস্থা করা হয়েছে। তিনদিন ধরে গ্রামে চলবে ভক্তিমূলক গীতি এবং বাউল গান।
এদিকে বীরভূমের আটলা গ্রামে কোনও যাত্রীনিবাস নেই। পাশাপাশি সেখানে নেই শৌচকর্ম সারার জন্য শৌচালয় । এই দুটি বিষয় গড়ারও দাবি জানিয়েছেন গ্রামবাসীরা।