বৈশাখের এই প্রথম দিনে,
শুরু নতুন বছরের পথ চলা,
আজকে থাকুক মনে বৈচিত্রতা,
আনন্দ ,দুস্টুমি সারাবেলা।
আজ নতুন ভাবে শুরু করি ,
সব ,যা ছিল ভুলে ভরা।
উৎসবের এই শুভ দিনে,
আজ খুশিতে মাতুক এই ধরা।।
আজ প্রেমাতুর হোক সবার আঁখি,
মুক্ত হোক যতো আছে বন্দী পাখি।
আজ ক্ষমা হোক সবার মনের ভাষা
আজ কাটিয়ে উঠি সকল নিরাশা।।
আজ সবুজের বনে যাই হারিয়ে,
থমকে যাই না,মনের কথা বলতে গিয়ে।
আজ গালে থাকুক হাসির টান,
আজ কাটুক মনের সকল মান, অভিমান।।
আজ ভুরিভোজে নেইকো মানা,
আজ জম্পেশ হোক খানাপিনা।
আজ পরিবারকে নিয়ে কাটুক সময়,
আজ সর্বত্রই হোক ভালোবাসার জয়।
আজ সাদাকালো স্বপ্নে দিই রঙের ছাপ,
আজ হিংসা ,দ্বেষ হোক নিরুত্তাপ।
আজ জানাই বিদায় পুরাতনকে,
আজ স্বীকার করি নিজের ভুলকে।।
আজ প্রার্থনা করি ঈশ্বরের প্রতি,
সুখে শান্তিতে যেন থাকে মানব জাতি।
মানবতাবোধ হোক সকলের ধর্ম, নির্দ্বিধায় করতে পারি যেন, আপন কর্ম।।
বিষ্ণু মন্ডল