বীরভূম ৪ জুলাইঃ- ওভারটেক করতে গিয়ে সেতু থেকে নয়ানজুলিতে উল্টে গেলো একটি বেসরকারী বাস। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধায় বীরভূমের ডেউচাতে ৬০ নম্বর রানীগঞ্জ-মোরগ্রাম ৬০ নম্বর জাতীয় সড়কের উপর। এদিন বিকেলে মুরারই থেকে ছেড়ে বাসটি সিউড়ির উদ্দেশ্যে আসছিল। একটি সরকারী বাসের সঙ্গে রেষারেষিতে বেসরকারী বাসটি সেতুর নিচে প্রায় ২০ ফুট নিচে জলে পরে যায়। স্থানীয় বাসিন্দা ও সিভিক ভলেন্টিয়ার রা দ্রুত বাস যাত্রীদের উদ্ধার করে সিউড়ি সদর হাসপাতালে ও স্থানীয় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠায়। ঘটনায় বাসের প্রায় ৬০ জন যাত্রী জখম হয়েছেন এদের মধ্যে ১০ জনের আঘাত গুরুতর। তিনজনের খোঁজ পাওয়া যাচ্ছে না। স্থানীয় বাসিন্দা অমিত দাস, সান্তুনু রায় রা বলেন, বাসের সঙ্গে রেষারেষিতে ঘটনাটি ঘটেছে পাশাপাশি বৃষ্টি ও হয়েছিল।
ছবি ও তথ্যঃ কৌশিক সালুই
[uam_ad id=”3726″]