Home » জেলার খবর » বানানে বিভ্রান্তি

বানানে বিভ্রান্তি


সাঁইথিয়া : নামের বানানেই যত বিতর্কের সূত্রপাত এখন বীরভূমের সাঁইথিয়া শহরে, তাও আবার বিষয়টি একটি স্কুলের নাম নিয়ে। ‘ শশীভূষণ’ না ‘ শশিভূষন’ কোনটি সঠিক তাই এখন তর্ক বিতর্কের মূল কেন্দ্রবিন্দু ।
পরীক্ষার খাতায় ছাত্রীরা কোন বানানটি লিখবে তা নিয়ে ধোঁয়াশার মধ্যে অভিভাবকেরা। ১৯৬২ সালে সাঁইথিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে এই স্কুলের পথ চলা শুরু। তখন। নাম ছিল শশীভূষণ দত্ত বালিকা বিদ্যালয় । পরে ওই স্কুলে আরও একটি নীল সাদা সাইন বোর্ড টাঙানো হয় যাতে লেখা হয় শশিভূষন দত্ত উচ্চবালিকা বিদ্যালয়। এই বানান নিয়েই গোল বেঁধেছে শহরে। মানুষের কৌতূহল ‘ শশী না শশি ‘ , ভূষণ না ভুষন’ কোনটি লেখা হবে ? স্কুলের প্রধান শিক্ষিকা উমারানী সরকার ঘোষ ভুল সংশোধনের আশ্বাস দিয়েছেন।
তথ্য সহায়তায় eenadu india

Comments