Home » জেলার খবর » বোলপুরে হবে বাস টার্মিনাস

বোলপুরে হবে বাস টার্মিনাস

বোলপুর : ২০ কোটি টাকা ব্যয়ে ৩০ বিঘা জমির উপর বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ের পাশে শিবপুরে হতে চলেছে আন্তর্জাতিক মানের বাস টার্মিনাস। মুখ্যমন্ত্রীর নির্দেশে ইতিমধ্যেই জমি চিহ্নিত করে পরিকল্পনা তৈরি হয়ে গিয়েছে , নকশাও পাঠানো হয়েছে রাজ্য পরিবহন দপ্তরে। এই বাস টার্মিনাসের ফলে শহরের যোগাযোগ ব্যবস্থার চেহারা বদলে যাবে, বহু মানুষ রোজগারের পথ দেখবেন এবং পর্যটকদেরও সুবিধা হবে। যানজট এড়াতে শহরের বাইরে গড়া হচ্ছে এই টার্মিনাস, তবে শহরে যথেষ্ট পরিমান টাউন সার্ভিস থাকবে। রাত্রিতে বাসের সুবিধা থাকবে এবং সাথে থাকবে যাত্রী প্রতিক্ষালয়, ই-টয়লেট, ভ্রাম্যমান শৌচালয়, শপিং মল ইত্যাদি। এখন থেকে জেলার বিভিন্ন অঞ্চল, রাজ্য এমনকি বিদেশ যেমন নেপাল ও বাংলা দেশেও বাস যোগাযোগের পরিকল্পনা রয়েছে। আগামী দুবছরের মধ্যে কাজ সমাপ্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
তথ্য – আনন্দবাজার পত্রিকা
[uam_ad id=”3726″]

Comments