Home » জেলার খবর » বাইকে চড়ে রাজস্থানের আজিমীরের পথে রাজনগরের দুই যুবক

বাইকে চড়ে রাজস্থানের আজিমীরের পথে রাজনগরের দুই যুবক

বাইকে চড়ে দেড় হাজার কিলোমিটার পাড়ি দিলেন রাজনগরের দুই যুবক। রাজনগরের সাকিরপাড়া গ্রামের শেখ জাহাঙ্গীর পেশায় একজন বাইক মিস্ত্রী।  পাশের গ্রাম খাসবাজারের হীরা মুহাম্মদ শা যিনি সম্পর্কে জাহাঙ্গীরের  দূর সম্পর্কের কাকা, তাকে নিয়ে বীরভূমের রাজনগর থেকে রাজস্থানের আজিমীরে পাড়ি দিলেন।

প্রতিবছরই রাজনগর থেকে এই সময় বহু মানুষ বাসে চড়ে আজমিরের খাজা মইনউদ্দিন চিস্তির দরবারে মানত করতে যান। সবারই যাওয়া দেখে বাইক মিস্ত্রি জাহাঙ্গীরের মনে ও আজমীর শরীফ যাওয়ার ইচ্ছে জাগে কিন্তু বাসে নয়  বাইকে চড়ে। মনের কথা খুলে বলেন চাচা হীরা মুহাম্মদ শা কে। জাহাঙ্গীরের কথায় সায় দিয়ে হীরাও যাবার জন্য প্রস্তুত হয়।কাকা ভাইপো মিলে যাওয়ার জন্য আনুষাঙ্গিক কাগজপত্র যোগাড় করে দিন ঠিক করে ফেলেন আজমীর যাবার।  প্রায় দেড় হাজার কিলোমিটারের পথ আজমীর। মনে শঙ্কা থাকলে ও হার মানতে নারাজ। তাই স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি ও  এস.ডি.ও সাহেবের দপ্তর থেকে প্রয়োজনীয় কাগজপত্র যোগাড় করেন কাকা-ভাইপো। জাহাঙ্গীর নিজের বাইকটির ও কিছু আনুসঙ্গিক পরির্বতন করে ফেলে। এরপর শুরু হয় যাওয়ার পালা। শুক্রবার বিকেল প্রায় ৪ টের সময় তারা শুরু করেন যাত্রা। তাদের দুইজনকে উৎসাহিত করতে উপস্থিত হয়েছিলেন আশেপাশের বহু মানুষ।  তারা সবাই আনন্দে আত্মহারা কারন এই এলাকা থেকে বাইকে করে আজমীর ভ্রমন এই প্রথম। এলাকাবাসীর ঈশ্বরের কাছে প্রার্থনা, জাহাঙ্গীর ও হীরা আজমীর থেকে ভালোভাবে ফিরে আসুক।
ভিডিও ও তথ্যঃ খান আরশাদ, রাজনগর

-বিজ্ঞাপন-
[uam_ad id=”3726″]

Comments